প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৮:১২ এ.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক:
সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করেছে। সেই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার পিরোজুপর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. আমীর হোসেন ও মো. বাহাদুর হোসেন (২৫) এবং মো. জমির হোসেনের স্ত্রী মোসা. জেসমিন (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। এতে আরো জানানো হয়, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মো. আমীর হোসেনের বাড়িতে বিজিবি ও ডিএনসি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আমীর হোসেন, বাহাদুর হোসেন ও জেসমিনকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকাসহ আটক করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত